kolkata

Mar 28 2023, 12:31

*শহীদ মিনারে অভিষেক ব্যানার্জির সভার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ ডিএ মঞ্চের সরকারি কর্মচারীরা*

কলকাতা: ২৯ তারিখ শহীদ মিনারে অভিষেক ব্যানার্জির সভা অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন। এই আদালতের অনুমতিতে হাজার পাঁচেক ডি এ আন্দোলনকারি। এখন তারা শহীদ মিনারের নিচে ধর্নায় বসে আছেন। সেখানে তৃণমূল ৪০-৫০ হাজার লোক নিয়ে সভা করলে একটা বড় গোলমালের আশংকা হচ্ছে।

মামলাকারী আইনজীবীর বক্তব্য যেখানে ডিএ মঞ্চ রয়েছে সেখানে এই সভা হলে সমস্যার সৃষ্টি হতে পারে।তাই অন্যত্র সভার নির্দেশ দিক আদালত।মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। সব পক্ষকে নোটিস সার্ভ করার নির্দেশ আদালতের।

আজ দুপুর দুটোয় শুনানি।

kolkata

Mar 27 2023, 19:18

*মমতার নাচের প্রশংসা করলেন রাষ্ট্রপতি*

  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্বোর্ধনা অনুষ্ঠানে সাঁওতালিদের সঙ্গে নেচেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নাচের এবার প্রশংসা করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি আজ ভীষণ খুশি। মুখ্যমন্ত্রী যখন আদিবাসী শিল্পীদের সঙ্গে নিজেই বাদ্যযন্ত্র বাজালেন, নাচলেন তালে তালে, আমার ভীষণ ভাল লাগল। এটা সবাইকে সমান ভাববার একটি চিহ্ন। সবাইকে সম্মান দেওয়া। সবাইকে সমান ভাবে কাছে টেনে নেওয়া, সব সংস্কৃতিকে সম্মান দেওয়া। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই।'

kolkata

Mar 27 2023, 19:12

*বাংলা ভাষা খুব মিষ্টি! রাষ্ট্রপতির প্রশংসায় গর্বিত বাঙালি*


বাংলা ভাষার প্রশংসায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেন, ‘‘বাংলা ভাষা আমার খুব মিষ্টি লাগে। যখন এই ভাষা শুনি মনে হয় গ্রামের আশেপাশেই আছি। এমনই এই ভাষার সুবাস। আত্মসম্মান তথা আত্মগৌরবের জন্য বাংলার পরিচয় রয়েছে। কেবল ১৮ বছর বয়সে ভারতমাতার জন্য ফাঁসিতে চড়েছেন ক্ষুদিরাম বসু।" তিনি আরও বলেন, ‘‘বাংলা ভাষা আমার ভীষণ মিষ্টি লাগে। সুইট ল্যাঙ্গুয়েজ। এই ভাষা যখনই আমার কানে আসে আমার মনে হয়, নিজের গ্রাম-জেলার আশেপাশেই আছি। এমনই এই ভাষার সৌন্দর্য, এমনই এর সুবাস।’

kolkata

Mar 27 2023, 19:10

*রাষ্ট্রপতির সম্বোর্ধনায় সাঁওতালিদের সঙ্গে নাচলেন মুখ্যমন্ত্রী*


নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে সম্বোর্ধনা জানানোর অনুষ্ঠান শুরু হয়েছে। একে একে তার হাতে স্মারক, উত্তরীয় তুলে দিয়ে নাগরিক সম্বোর্ধনা জ্ঞাপন করছেন সরকারি আধিকারিক সহ মন্ত্রীরা। এদিনের অনুষ্ঠানে আদিবাসীদের সঙ্গে নাচের বোলে পা মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সাক্ষী রইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

kolkata

Mar 27 2023, 15:35

*অ্যাডিনো ভাইরাস নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের*


কলকাতা: অ্যাডিনো ভাইরাস নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী দু সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট আদালতে জমা করতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলায় সন্দীপ বসুর দাবী, রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রামণ বড় আকার ধারন করেছে। বিশেষ করে শিশু ও কমবয়সীদের মধ্যে এর প্রভাব বেশি পড়ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রচুর শিশু চিকিৎসাধীন। প্রতিদিনই মৃত্যুর খবর আসছে।

রাজ্য একটি আট সদস্যের কমিটি গড়ে দেখভালের দায়িত্ব দিয়েছে কিন্তু সেখানে শিশু বিশেষজ্ঞ কেউ নেই। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, রাজ্য মোকাবিলায় ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। রাজ্য রিপোর্ট দিয়ে বিস্তারিত জানাবে।

kolkata

Mar 26 2023, 19:44

*প্রাক্তন হকি খেলোয়াড় লেসলি ওয়াল্টার ক্লডিয়াসের জন্মদিনকে স্মরণ*

কলকাতা: ভারতের বিখ্যাত প্রাক্তন হকি খেলোয়াড় লেসলি ওয়াল্টার ক্লডিয়াসের জন্মদিনকে স্মরণ করে আজ ভেটারান্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব ১৬ বছর বয়েস বিভাগের হকি প্রতিযোগিতার ফাইনাল খেলা।

উল্লেক্ষ্য, গত ২৩ থেকে ২৫ শে মার্চ পর্যন্ত বাটা স্পোর্টস ক্লাবের মাঠে এই প্রতিযোগিতা চলেছিল, যার ফাইনাল খেলা ছিলো আজ। তবে ফাইনাল খেলার আগে এই মাঠে হকির প্রাক্তন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা মিলে একটি প্রদর্শনী মূলক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। মাঠে উপস্থিত ছিলেন অতীত দিনের একাধিক সম্মানীয় খেলোয়াড় ও প্রশাসনিক কর্মকর্তারা।

এদিন , ফাইনালে বারুইপুর শাসন হকি অ্যাকাডেমি ২-১ গোলে চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ীর ট্রফি তুলে নেন। আয়োজক সংস্থার সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্যাম থাপা , প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং সহ বিভিন্ন বিশিষ্ঠ ব্যক্তিবর্গের উপস্থিতিতে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Mar 26 2023, 18:37

*ভারত সরকারের " খেলো ইন্ডিয়া ১০ কদম " কর্মসূচি*

কলকাতা:আজ কলকাতার টেকনো ইন্ডিয়ার কসবা ক্যাম্পাসে ভারত সরকারের " খেলো ইন্ডিয়া ১০ কদম " কর্মসূচির অন্তর্গত মহিলা ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। রাজ্য ভারোত্তোলন সংস্থার তত্ত্বাবধানে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পঞ্চাশের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ভারোত্তোলন সংস্থার সভাপতি চন্দন রায়চৌধুীর, টেকনো ইন্ডিয়া গ্রুপের সি ই ও শঙ্কু বসু সহ একাধিক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর আকাশ পুন্দির ।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Mar 26 2023, 18:36

*ভারত সরকারের " খেলো ইন্ডিয়া ১০ কদম " কর্মসূচি*

কলকাতা:আজ কলকাতার টেকনো ইন্ডিয়ার কসবা ক্যাম্পাসে ভারত সরকারের " খেলো ইন্ডিয়া ১০ কদম " কর্মসূচির অন্তর্গত মহিলা ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। রাজ্য ভারোত্তোলন সংস্থার তত্ত্বাবধানে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পঞ্চাশের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ভারোত্তোলন সংস্থার সভাপতি চন্দন রায়চৌধুীর, টেকনো ইন্ডিয়া গ্রুপের সি ই ও শঙ্কু বসু সহ একাধিক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর আকাশ পুন্দির ।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Mar 26 2023, 15:15

*দলের দুর্নীতি নিয়ে এবার মহাভারত রামায়ণের উদাহরণ টানলেন তৃণমূল যুব নেতা মন্ত্রী পুত্র*

কলকাতা:দলের দুর্নীতি নিয়ে এবার মহাভারত রামায়ণের উদাহরণ দিলেন যুব নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব চট্টোপাধ্যায় ।এদিন তিনি খড়দহের প্রস্তুতি মঞ্চ থেকে বলেন, " আমরা ভাবছি কি কথা হচ্ছে ট্রেনে বাসে দেখবেন। সব জায়গায় একটি ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে। মহাভারত রামায়ণে একটি ভালো ও একটি খারাপ দিক তুলে ধরা আছে ।"

kolkata

Mar 24 2023, 15:26

*হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ব্যাক্তিগত হাজিরা দিলেন*

কলকাতা:আমাদের আদালতের নির্দেশ ব্যাখ্যা করতে ভুল হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় সশরীরে হাজিরা দিয়ে ক্ষমা চেয়ে এই মন্তব্য করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার যুক্তি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আসা অভিজ্ঞ শিক্ষকরা ওইসব খাতা পরীক্ষা করে দেখেছেন। মূলত ইংলিশ ও চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগোগি বিভাগের ওই সব খাতা দেখে তারা রিপোর্ট দিয়েছেন। যাদবপুরের রিপোর্ট বৃহস্পতিবার রাতে হাতে পেয়েছি। ফলে সব খতিয়ে দেখা সম্ভব হয়নি। এই কারণে আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত মামলা স্থগিত রাখার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

অভিযোগ ওঠে, আদালতের নির্দেশ অমান্য করে গত ২০১১ সালের উচ্চ প্রাথমিকের টেট প্রার্থীদের ভুল ও সিলেবাসের বাইরের প্রশ্নের জন্য নম্বর দেওয়া হয়নি। এর জন্য কমিশনকে ভর্ৎসনা করে হাইকোর্ট চেয়ারম্যানকে ব্যাক্তিগত হাজিরার নির্দেশ দেয়।